মাশরাফি-স্যামুয়েলসের ব্যাটে কুমিল্লার প্রথম জয়

মাশরাফি বিন মুর্তজা ও মারলন স্যামুয়েলসের দারুণ ব্যাটিংয়ে বিপিএলে প্রথম পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের পঞ্চম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফির দল।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে চিটাগং। জবাবে শুরুতে বিপদে পড়লেও পঞ্চম উইকেটে স্যামুয়েলস ও মাশরাফির ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।

টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৫৬ রানে অপরাজিত থাকেন মাশরাফি। স্যামুয়েলস অপরাজিত ছিলেন ৬৯ রানে।

এর আগে জিয়াউর রহমানের শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৬ রানের লড়াকু পুঁজি গড়েছিল চিটাগং। মাত্র ১৬ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জিয়াউর। এনামুল হক বিজয়ের ব্যাট থেকেও আসে অপরাজিত ৩৯ রান।

এ ছাড়া দুই ওপেনার তিলকারত্নে দিলশান ৩৬ ও তামিম ইকবাল ৩৩ রান করেন। ৪৩ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটিও গড়েন দুজন।

কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে যায়। অন্যদিকে চিটাগং ভাইকিংস এর আগে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে জয় তুলে নেয় তামিম ইকবালের দল।



মন্তব্য চালু নেই