মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগ তদন্তের নির্দেশ

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা নেয়ার আবেদন সরকারের অনুমোদন নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ২৮ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বাদীর জবানবন্দি নিয়ে এ আদেশ দেন।

মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নেয়ার আবেনটি করেন ঢাকার ৯ নম্বর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান দুলাল।

আবেদনে বলা হয়, আওয়ামী লীগের রাজনীতিকে নেতৃত্বশূন্য করার হীন চেষ্টায় একটি এজেন্সির এজেন্ডা বাস্তবায়নে ২০০৭ সালের ১ নভেম্বর গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা ও বিকৃত তথ্য উপস্থাপন করা হয়।

আবেদনের শুনানি শেষে আদালত আদেশে বলেন, ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে এই অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া আবশ্যক। এ জন্য ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক সরকারের অনুমোদন সাপেক্ষে পরিদর্শক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা দিয়ে তদন্ত করে আগামী ২৮ মার্চ প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।



মন্তব্য চালু নেই