মা ছেড়ে গেলেও পঙ্গু বাবাকে ছাড়েনি ছোট ছেলেটি!

কাজ করার সময় দুইতলা ভবন থেকে পড়ে হাঁটার ক্ষমতা হারান চীনের গুঝু প্রদেশের টংমিং। ঘটনাটি ২০১৩ সালের। সেই সময় তার ঘরে ছিল স্ত্রী ও এক সন্তান। পঙ্গু হওয়ার পর স্ত্রী তাকে ছেড়ে যান। কিন্তু ছেড়ে যায়নি তার ছেলে ওয়াংলিং।

সঙ্গে ছেলেকে নিয়ে যেতে চাইলে সে মাকে বলে, তুমি যাও, আমি আমার বাবাকে ছেড়ে যাবো না।

সেই থেকে পঙ্গু বাবাকে নিয়ে পথ চলা শুরু ছোট ওয়াংলিংয়ের। এখন পর্যন্ত প্রতি মুহূর্তে বাবার খোঁজ রাখছে। অসুস্থ বাবার সেবা করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে।

চীনের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, ওয়াংলিং প্রতিদিন সকাল ৬টার দিকে ঘুম থেকে ওঠে বাবা টংমিংকে নাস্তা খাওয়ায়। এরপর সে স্কুলে চলে যায়। স্কুলে দুপুরের খাবারের বিরতির সময় অন্যসব শিক্ষার্থীর মতো সময় ব্যয় না করে সে চলে আসে বাবার কাছে। নিজ হাতে বাবাকে দুপুরের খাবার খাওয়ায়।

বাজার করা থেকে শুরু করে রান্নার কাজ, সবই নিজেই করে ছোট ওয়াংলিং।

তবে বিষয়টি নিয়ে কষ্ট পেলেও ছেলের এমন ভালোবাসায় গর্বিত বোধ করেন বাবা টংমিং।



মন্তব্য চালু নেই