মা ডাক শুনে অবাক নাদিয়া

ছোট্ট এক বালিকা নাদিয়াকে দেখেই ‘মা’ ডাকা শুরু করে। নাদিয়া অবাক। তার তো বিয়েই হয়নি। সে কীভাবে মা হলো! পরে অবশ্য ভাবলেন, মেয়েটার মা হয়তো মারা গেছে। আর মেয়েটাও নাছোড়। নাদিয়াকে নিয়ে হাজির হলেন বাসায়। বাসায় গিয়ে দেখেন মেয়েটার বাবা রিয়াজ। তার সঙ্গে কথা বলে জানা গেল, মেয়েটার মায়ের চেহারা হুবহু নাদিয়ার মতো।

অনেকদিন আগে হারিয়ে গেছে। তারপর থেকে মাকে হন্যে হয়ে খুঁজছে মাকে। হারানো মাকে খুঁজে পাওয়ার পর আর কিছুতেই হারাতে চায়না সে। অন্যদিকে মেয়েটার প্রতি নাদিয়ার ভালোবাসা জন্মে যায়। বলতে পারেনা, সে তার আসল মা নয়। এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক, ‘এ কেমন কাছে আসা’।

নাদিয়া জানালেন, ‘নাটকের গল্পটা ভালো লেগেছে। আর রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজটাও বেশ উপভোগ্য। আশা করি ভালো কিছুই হবে।’

মাহমুদ জনির পরিচালনায় নাটকটিতে রিয়াজ, নাদিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নাঈম।

গতকাল উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। সামনের ঈদে নাটকটি প্রচারিত হবে। এছাড়াও ঈদকে সামনে রেখে আরও বেশ কটি নাটকে কাজ করছেন নাদিয়া। এর মধ্যে শুটিং শেষ করেছেন আনিসুজ্জামানের ছয়পর্বের একটি ধারাবাহিকের, চয়নিকা চৌধুরীর ‘ম্যানিব্যাগ’, রেশমী, সকাল আহমেদের ‘সোনার কাঠি রূপার কাঠি’ নাটকের। এছাড়া শিখর শাহনিয়াত, পিকলু চৌধুরীর নাম ঠিক না হওয়া নাটকেও শিগগিরই শুটিং শুরু করবেন তিনি।



মন্তব্য চালু নেই