মা

মা

-সৈয়দ নাজমুল আহসান

মা তুমি নেই
তবু মনে পড়ে তোমাকেই
স্মৃতি হয়ে আছো সবখানেই।
রাখিনি তোমার কথা কোনো
অবাধ্য ছেলে যেন।
কখনো করোনি রাগ
নীরবে সয়ে বলেছো -থাক্ ।
বুকে লুকিয়ে রেখে দুখ
বাঁধিয়েছো কঠিন অসুখ
ভেতরটা জ্বালিয়ে অঙ্গার-কালো
হাসি মুখে বলেছো-আছি ভালো।
মাঝ রাতে এলেও আবার
রাখবে না ঢেকে কেউ কোন খাবার।
কখনো না ভুলে
ছোঁয়াতে ভোরের পরশ
দিবে না কেউ জানালা খুলে।
ক্লান্ত দেহে ঘুমিয়ে গেলে
চুপি চুপি করবে না আদর
জড়িয়ে দিবে না গায়ে চাদর।
জলাঞ্জলি দিয়ে সব আশা
উজাড় করে দিয়েছো ভালবাসা।
বড় কষ্ট দিয়েছি মা তোমাকে
ক্ষমা করে দিয়ো আমাকে।
পাবো না জানি মাকে-
দোয়া করি-আয় আল্লাহ
বেহেশত নসীব করো তাকে।



মন্তব্য চালু নেই