কমিটি গঠন নিয়ে মতবিরোধ

মিঠাপুকুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে সভাপতিসহ আহত ৫

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে মতবিরোধে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন আ’লীগ সভাপতিসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন আওয়ামী লীগের নব গঠিত কমিটির প্রথম সভা গতকাল শনিবার বিকেল ৩ টায় আলীপুর বাজারে অবস্থিত ইউপি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আক্তার হোসেন রতন। এসময় ২ নং ওয়ার্ডের কমিটি নিয়ে আপত্তি তোলেন সাধারন কর্মীরা। তারা ওই ওয়ার্ডের কমিটি মানি না বলে শ্লোগান দেয়। এ নিয়ে সেখানে তীব্র বাদানুবাদ হয়। এক পর্যায়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে নেতাকর্মীরা। এক গ্রুপের নেতাকর্মীরা রড, লাঠি সোটা নিয়ে হামলা চালায় অন্য গ্রুপের ওপর। এতে, কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

আহতরা হলেন-কাফ্রিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন রতন, ৬নং ওয়ার্ড সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক মানিক মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি মতলুবার রহমান ও ৯নং ওয়ার্ড সম্পাদক নুরুল হুদা। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, অনেকেই বিষয়টি আমাকে জানিয়েছে। তবে, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।



মন্তব্য চালু নেই