মিঠাপুকুরে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা উত্তোলন

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুর জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ৬ বছর ধরে বিধবা ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান গ্রামে। বিধবা ভাতা উত্তোলনকারীর নাম মৌলুদা বেগম। তাঁর স্বামীর নাম নুরুল ইসলাম। উপজেলা সামাজিক সুরক্ষা ফোরাম বিষয়টি উপজেলা প্রশাসন ও বড়বালা ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন।

উপজেলা সামাজিক সুরক্ষা ফোরাম সুত্রে জানা গেছে, মৌলুদা বেগমের স্বামী নুরুল ইসলাম জীবিত আছেন। অথচ, তিনি দির্ঘদিন ধরে বিধবাভাতা উত্তোলন করছেন। তাঁর বহি নম্বর-৪২১৯/১১, ব্যাংক হিসাব নং- ২৫১। বড়বালা ইউনিয়ন সামাজিক সুরক্ষা ফোরাম সোস্যাল অডিটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করে। বড়বালা ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান নয়া মিয়া মৌলুদা বেগমের বিধবা ভাতা স্থগিত করে তাঁর স্থলে অপর একজনকে মনোনিত করার জন্য উপজেলা নির্বাহি অফিসার বরাবরে আবেদন করেছেন।

উপজেলা সামাজিক ফোরামের সদস্য সচিব প্রদীপ কুমার গোস্বামী বলেন, আমরা সরেজমিনে গিয়ে বিধবা ভাতা প্রাপ্ত মৌলুদা বেগমের স্বামীর খোঁজ পাই। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করি।



মন্তব্য চালু নেই