মিঠাপুকুরে নারী শিক্ষার গুরুত্ব ও ক্ষমতায়ন বিষয়ক সভা

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে নারী শিক্ষার গুরুত্ব ও নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্বেচ্ছাসেবী সংস্থা সার্ভিস অফ সোস্যাল এন্ড হিউম্যান্ড ডেভেলপমেন্ট (এসএসডি) আয়োজিত সভায় পায়রাবন্দের শতাধীক নারী অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিশু বিষয়ক অফিসার এমএন ওয়াহেদ সুমন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন এসএসডির নির্বাহী পরিচালক মোহাম্মদ তাহাম্মেল হোসাইন।

এসএসডি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক (তথ্য প্রযুক্তি) হাবিবুর রহমান, পরিচালক (প্রশাসন) বিপ্লব রহমান, পরিচালক (সমন্বয়) শামীম আখতার, পরিচালক (মানব সম্পদ) লিমন মাহমুদ প্রমুখ। সভায় নারী জাগরণের অগ্রদুত মহিয়সী নারী বেগম রোকেয়ার কর্মময় জীবন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।



মন্তব্য চালু নেই