মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুল বাগানের ভিত্তিপ্রস্থর স্থাপন

মো: শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর) : শিশু শিক্ষার্থীদের গাছের চারা রোপনে উৎসাহিত করা ও বিদ্যালয়ের শোভা বর্ধনের জন্য ফুলের বাগান স্থাপন করা হয়েছে হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আরডিআরএস পরিচালিত অগ্রণী (মানুষের জন্য) প্রকল্পের রাণীপুকুর ইউনিয়ন ফোরামের উদ্যোগে। বুধবার বিকেলে এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

রাণীপুকুর ইউনিয়ন ফোরাম সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরডিআরএস’র প্রকল্প সমন্বয়কারী এনায়েত উল্ল্যাহ। এসময় বক্তব্য দেন মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মকছেদুল হক মন্ডল, বিদ্যালয় সভাপতি মাহফুজার রহমান বুলু, প্রধান শিক্ষক অজয় কুমার সরকার, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক আলতাফ হোসেন, রাণীপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

এসময় শিক্ষক মাসুদ রানা, এসএ সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তারেক রহমান, মাঠ কর্মী তাহমিনা আক্তার মেঘলাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সমন্বয়কারী কহিনুর ইসলাম।



মন্তব্য চালু নেই