মিঠাপুকুরে সহকারী কমিশনার কার্যালয়ে আমের চারা রোপন করলের এডিসি

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে সহকারী কমিশনার (ভুমি) ও দূর্গাপুর ইউনিয়ন ভুমি কার্যালয় শঠিবাড়ীতে হাড়িভাঙ্গা আমের চারা রোপন করেছেন রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাইম বিল্লাহ। বুধবার বিকেলে এসব চারা রোপন করা হয়।

হাড়িভাঙ্গা আমেরা চারা রোপন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) মামুন-অর-রশীদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন-অর-রশীদ বলেন, প্রতিটি ইউনিয়ন ভুমি অফিসে একটি করে বাগান করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

এই বাগানগুলোতে ফলদ, বনজ ও ঔষুধি গাছে চারা রোপন করা হবে। এরই অংশ হিসেবে উপজেলা ভুমি অফিসের বাগানে আম গাছের চারা রোপন করা হলো। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, হাড়িভাঙ্গ আম শুধু মিঠাপুকুরে নয় গোটা দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। তাই, ইউনিয়ন ভুমি অফিসগুলোর বাগানে হাড়িভাঙ্গা আমগাছের চারা রোপন করা হয়েছে।



মন্তব্য চালু নেই