মিঠাপুকুরে ৬ শতাধীক হতদরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর): রংপুরের মিঠাপুকুরে হতদরিদ্র পরিবারের শিক্ষা বঞ্চিত ৬ শতাধীক শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে। বুধবার বে-সরকারী সংস্থা সার্ভিস অব সোস্যাল হিউম্যান ডেভলপমেন্ট এসব শিক্ষা উপকরণ বিতরণ করে।

উপজেলার বাতাসন দুর্গাপুর গ্রামে ওই সংস্থাটির স্থাপন করা শিশুস্বর্গ পাঠশালায় শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মল্লিকা পারভিন ও উপজেলা শিশু বিষয়ক অফিসার এমএ ওয়াহেদ। সার্ভিস অব সোস্যাল হিউম্যান ডেভলপন্টের (এসএসডি) চেয়ারম্যান গোলাম মোস্তফা সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোহাম্মদ তাহাম্মেল হোসাইন, পরিচালক বিপ্লব রহমান, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ পরিচালক হাবিবুর রহমান, প্রকল্প সমন্বয়কারী শামীম আখতার, শিক্ষিকা আফরিন আক্তার প্রমুখ। সংস্থাটি উপজেলায় ২০টি পাঠশালায় ৬ শতাধীক শিক্ষা বঞ্চিত শিশুকে বিনামূল্যে পাঠদান করছে।



মন্তব্য চালু নেই