মিরপুরে জিম্বাবুয়ে, ফতুল্লায় বাংলাদেশের শেষ প্রস্তুতি

মিরপুর। ফতুল্লাহ। জিম্বাবুয়ে। বাংলাদেশ। বিকেল তিনটা। বিকেল পাঁচটা। এভাবে দুটি যায়গায় প্রথম ওয়ানডেকে সামনে রেখে শেষ অনুশীলনে নামবে জিম্বাবুয়ে-বাংলাদেশ।

খেলা হবে মিরপুরে। শনিবার। কিন্তু বাংলাদেশ অনুশীলনে নামবে ফতুল্লায়। রহস্য কী?

এর জন্য মূলত সময়ের অভাবকে দায়ী করা হচ্ছে। কারণ বারোটার দিকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ট্রফি উন্মোচনসহ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে দুই দলের বেশ কিছু খেলোয়াড় থাকবেন। তাই অনুশীলন করলে বিকেলেই করতে হবে। কিন্তু এক মাঠে সেটা সম্ভব নয়। তাই বাংলাদেশকে পাঠিয়ে দেয়া হয়েছে ফতুল্লায়।

আরেকটি কারণ হতে পারে ‘গোপনীয়তা’। গেমপ্লান জিম্বাবুয়ের থিম ট্যাংঙ্ক থেকে আড়ালে রাখতে এই কৌশলে যেতে পারে বিসিবি। কারণ যেটাই হোক শেষ অনুশীলনে চিন্তিতই থাকবে হাথুরু-বাহিনী।

প্রস্তুতি ম্যাচের হার যে সতর্কবার্তা দিয়ে গেছে, তাকে আমলে নিয়েই গেমপ্লান সাজাবে বাংলাদেশ। মাশরাফির ফিটনেস নিয়ে কিছুটা চিন্তা রয়েই গেছে। নবাগত কামরুল ইসলাম রাব্বিকে খেলোনো হবে কি না, সে আলোচনাও ঠাঁই পাবে আজকের অনুশীলনে। উইকেটের পেছনে কে থাকবেন? লিটন নাকি মুশফিক, তা নিয়েও হিসাব-নিকাশ চলবে।



মন্তব্য চালু নেই