মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখলমুক্ত

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরসংলগ্ন ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে পথচারীদের সড়ক পারাপারে ওভারব্রিজ ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর এরিয়ার ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা এ অভিযান চলে। অভিযানে গোলচত্বর থেকে দক্ষিণে শেওড়াপাড়া, উত্তরে ফায়ার সার্ভিস মোড়, পশ্চিমে গ্যালাক্সি হাসপাতালের আশপাশের অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো জানান, রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার না করায় ১১ জনকে ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।



মন্তব্য চালু নেই