মিরপুর-১০ যেন আরেকটি স্টেডিয়াম

বাংলাদেশ-ভারত ফাইনাল খেলার টিকিটের জন্য তৈরি হয়েছিল হাহাকার। টিকিট না পেয়ে মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি অনেকেই।

মাঠে ঢোকার টিকিট পাননি তাতে কী? প্রত্যাশিত বাংলাদেশের বিজয় উল্লাসের সাক্ষী হতে মিরপুর ১০ নম্বর চত্বর সংলগ্ন রাস্তায় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

মাঠের উল্লাসের মজা মাঠের বাইরেও পেতে এ আয়োজন তাদের। সেখানে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকারে পুরো এলাকা কাঁপিয়ে তোলা হচ্ছে।

এরআগে সব শংকা কাটিয়ে রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপ ফাইনাল। তবে ৫টি করে ওভার কেটে নেয়া হয়েছে। অর্থাৎ খেলা হবে ১৫ ওভারের। ফিল্ডিং রেস্ট্রিকশন ৫ ওভার করে। প্রতি বোলার বল করতে পারবেন ৩ ওভার করে।



মন্তব্য চালু নেই