মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫জনের কারাদন্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম রেজার আদালত তাদের এই বিনাশ্রম কারাদন্ড দেয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর পৌর সদরের মৃত নারায়ন কর্মকারের ছেলে শ্রী লক্ষণ (৩৫), উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মো. আওলাদ হোসেনের ছেলে আরিফ হোসেন (৩৫), মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৮), পৌর সদরের পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের মো. সেলিম বেপারীর ছেলে মো. সুমন (৩০) ও জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের মো. নেওয়াজ খানের ছেলে রেজাউল খান (৩০)।

পুলিশ জানায়; দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ঐ সব এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ও বিশ্বজিৎ এর নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।



মন্তব্য চালু নেই