মিলার বাদ, মুরালি বিজয় নতুন অধিনায়ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে বাজে সময় কাটাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। দলটির মালিক প্রীতি জিনতা বেশ হতাশ।

ক্রিকেট বিশ্বের সেরা দুই হার্ডহিটার ডেভিড মিলার ও গ্লেন ম্যাক্সওয়েল পুরোই ফ্লপ। পাশাপাশি বোলারদের থেকেও আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছেন না বলিউডের লাস্যময়ী তারকা প্রীতি জিনতা।

মৌসুমের শুরুতে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভিড মিলারের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন প্রীতি। ফলাফল ছয় ম্যাচের পাঁচটিতেই হার। বিধ্বস্ত কিংস ইলেভেন পাঞ্জাব শেষ পর্যন্ত অধিনায়কত্ব থেকেই সরিয়ে দিল ডেভিড মিলারকে।

ব্যর্থ অধিনায়ক মিলার ব্যাট হাতে ছয় ম্যাচে করেছেন মাত্র ৭৬ রান। বিশ্লেষকদের মতে, অধিনায়কত্বের ভারে হাসছে না মিলারের ব্যাট। এ জন্য মিলারকে সরিয়ে দিয়ে ওপেনার মুরালি বিজয়কে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তামুক্ত হয়ে মিলার ব্যাট হাতে জ্বলে উঠবে, সেই প্রত্যাশাই কিংস ইলেভেন পাঞ্জাবের।

মৌসুমের বাকি ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মুরালি বিজয় যে সেরা সময়ে আছেন, তেমনটা নয়। ছয় ম্যাচে ১৪৩ রান করেছেন ডান হাতি এ ওপেনার।

অধিনায়ক হিসেবে আজই অভিষেক হচ্ছে বিজয়ের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় গুজরাট লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে প্রীতির দল। অধিনায়ক পাল্টে প্রীতির ভাগ্য বদলায় কি না, সেটা সময়ই বলে দেবে।



মন্তব্য চালু নেই