মিলার সঙ্গে নোবেল-সজল

এক আড্ডায় পরিচয় হয় মিলা ও সজলের। সেই থেকে একের প্রতি অন্যের ভালোলাগা। একসময় মিলা পাগলের মত ভালোবেসে ফেলে সজলকে। আর সজল তাকে ভালোবাসলেও মুখ ফুটে কখনো বলতে পারে না। কারণ সে চালচুলাহীন বাউন্ডুলে টাইপের ছেলে। হঠাৎ করে সে মিলার জীবন থেকে উধাও হয়ে পড়াশুনায় মন দেয়। এদিকে, তার জন্য অপেক্ষা করে মিলা। কিন্তু তার কোন খোঁজ না পেয়ে বাবা-মায়ের পছন্দের ছেলে নোবেলকে বিয়ে করে ফেলে সে। তবে সজলের কথা সে কোনোভাবেই ভুলতে পারে না। যেদিন তার বিয়ে ঠিক সেইদিনই সজল উদয় হয় এবং মিলাকে তার ভালোবাসার কথা জানায়। কিন্তু তখন আর মিলার কিছুই করার থাকে না- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘তারপর নদী’।

নুজহাত আলভী আহমেদের রচনায় এতে অভিনয় করেছেন নোবেল, সজল, মিলা প্রমুখ। ঈদের দিন দুপুর ২ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।



মন্তব্য চালু নেই