মিশরে খোলামেলা পোশাকে আর অনুষ্ঠান করা যাবে না

মিশরে খোলামেলা পোশাক পড়ে গায়িকারা এখন থেকে আর অনুষ্ঠান করতে পারবেন না। এমনই এক নির্দেশনা জারি করেছে সে দেশের সংগীতজ্ঞদের একটি বিশেষ কমিটি। তবে এই আদেশ নিয়ে দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া চলছে।

সেই কমিটির অন্যতম সদস্য গায়িকা নাদিয়া মোস্তফার মতে, শুধু পোশাকই মিশরীয় সংগীত জগতের একমাত্র সমস্যা নয়। সস্তা গানের কথা ও শিল্পীদের যৌন উদ্দীপক পরিবেশনাও এই নিয়ম জারির পেছনে অন্যতম কারণ।

নাদিয়া আগামীতে গায়িকাদের মিউজিক ভিডিওর ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে হবে বলে দাবি করেন।
মিশরীয় গায়ক মোস্তফা কামাল মনে করেন, এই নিয়ম কার্যকর হলে মিশরের সঙ্গীত জগত থেকে যাবতীয় ‘নোংরামি’ দূর করা সম্ভব হবে।

সংগীত সমালোচকরা মনে করেন, পোশাক নয়, গানের উন্নয়নের দিকেই সবার মনোযোগ দেয়া দরকার।
উল্লেখ্য, লেবানিজ গায়িকা হাইফা ওয়েহবি সম্প্রতি আরব স্টার একাডেমি অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরে পারফর্ম করেন। তার পোশাক নিয়ে আরব বিশ্বে সমালোচনার ঝড় ওঠে।



মন্তব্য চালু নেই