মিসরের সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ২০ বছরের কারাদণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করেছেন দেশটির একটি আদালত। শনিবার দেশটির বিচার বিভাগীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে দেশটিতে বিক্ষোভের সময় হত্যার দায়ে অভিযুক্ত করে মুরসির বিরুদ্ধে এই প্রথম চূড়ান্ত রায় দেয়া হলো।

মিসরে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ মুরসি। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে আঁতাতের মাধ্যমে মিসরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টাসহ বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই