মিস আয়ারল্যান্ড সুন্দরী প্রিয়তির স্কাইপি হ্যাকড

বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি বিগত ১৪ বছর ধরে স্থায়ীভাবে আয়ারল্যান্ডে বাস করছেন। গেল বছর তিনি ‘মিস আয়ারল্যান্ড’ খেতাব পেয়েছেন। সর্বশেষ জ্যামাইকাতে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন। সম্প্রতি নাম লিখিয়েছেন আয়ারল্যান্ডের একটি চলচ্চিত্রেও।

প্রিয়তির ক্যারিয়ারে বৃহস্পতি যেসময় তুঙ্গে ঠিক যেসময় দেখা দিল শনির আভাষ। সম্প্রতি প্রিয়তির নিজস্ব স্কাইপি অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। তবে কে বা কারা হ্যাক করেছে সেটি নিশ্চিত নন এই মিস আয়ারল্যান্ড। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতেই প্রিয়তি তার নিজস্ব ফেসবুকে ক্ষোভ ঝেড়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, ‘আমার ফেসবুক হ্যাক করতে না পেরে এখন স্কাইপি হ্যাক করছে। আমি বুঝি না কী শান্তি পায় এই গুলো করে? পুরো বাংলাদেশ একটা পৃথিবী নয়, বাঙালি একমাত্র জাতি নয় এই বিশ্বতে। পুরো বিশ্ব আপনার ধ্যান-ধারণা আর রুচি বিশ্বাস অনুযায়ী চলে না আর কাজ করে না। কবে জাগ্রত হবেন?’

এদিকে আয়ারল্যান্ড থেকে প্রিয়তি ফেসবুকের মাধ্যমে জানান, ‘দু-তিন দিন আগে আমার স্কাইপি হ্যাক করা হয়েছে। কে বা কারা হ্যাক করেছে সেটা আমি জানি না। তবে আমি ধারণা করছি বাংলাদেশ থেকে কেউ হ্যাক করেছে। আমি স্কাইপিটি ফিরে পেতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘ইদানিং আমার নিজস্ব ফেসবুক আইডি হ্যাক করার জন্যও ওই একই চক্র উঠেপড়ে লেগেছে। কিন্তু আমি অনেক সতর্কতা অবলম্বন করে ফেসবুক ব্যবহার করি সেজন্য এটি হ্যাক করতে পারছে না। এমন ক্ষতি করে হ্যাকাররা কী করে লাভ করে আমি বুঝি না। এটি কোনো সুস্থ মানুষিকতার কাজ নয়।’



মন্তব্য চালু নেই