মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মাইও মাইনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুক্রবার দুপুরে তলব করে এনে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে।

মানবপাচার নিয়ে মিয়ানমারের রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক এবং আপত্তিকর মন্তব্য করায় দেশটির রাষ্ট্রদূতকে তিরস্কার করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাজধানীতে নেপিড-তে মানবপাচার নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে মিয়ানমারে নিযুক্ত রাষ্ট্রদূত সাইফুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে মিয়ানমারের রাখাইন স্টেটের একজন মন্ত্রী বলেন, বাংলাদেশ খুবই দরিদ্র দেশ। দারিদ্র্য এবং দুর্বল আর্থ-সামাজিক অবস্থার কারণে বাংলাদেশের মানুষ পাচারের শিকার হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন স্টেটের ওই মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ ‘মর্যাদা হানিকর’ এবং প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে ‘নেতিবাচক মন্তব্য’ হিসেবে দেখছে। এ জন্য বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় এর প্রতিবাদ এবং তিরস্কার করা হয়েছে।



মন্তব্য চালু নেই