মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।

কেলে শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। বুধবার দুপুর ১২টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে গত আগস্টে মিয়ানমার এবং ভারত সীমান্তে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয় এবং ভারতের উত্তরাঞ্চলীয় কিছু অংশে প্রচণ্ড কম্পন অনুভূত হয়।



মন্তব্য চালু নেই