মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশী অভিবাসী ফিরছে কাল

মিয়ানমারের উপকুল থেকে সে দেশের নৌবাহিনীর উদ্ধার করা অভিবাসন প্রত্যাশী ১৫৯ জন বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হবে আগামীকাল ৫ আগষ্ট বুধবার। ফেরত আনার পূর্বে যথারীতি মিয়ানমারের ইমিগ্রেশন ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও বাংলাদেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিজিবির পক্ষে কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম এবং মিয়ানমারের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক সো নায়েন্ট নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হবে ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় সীমান্তের জিরো পয়েন্ট ঘুমধুম সংলগ্ন মিয়ানমার বিজিপির ঢেকিবনিয়া ক্যাম্পে।

পতাকা বৈঠকের পর বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু ঘুমধুম এলাকা দিয়ে ১৫৯ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম। উল্লেখ্য সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার পথে দুই দফায় ৯৩৫ জন অভিবাসীকে মিয়ানমার নৌবাহিনী উদ্ধার করে। তৎমধ্যে গত ৮ জুন ১৫০ জন, ১৯ জুন ৩৭ জন ও ২২ জুলাই ১৫৫ জনকে দেশে ফিরে আনা হয়।



মন্তব্য চালু নেই