মিয়ানমার ভারতেও শক্তিশালী কম্পন অনুভূত

আবারো শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রিখটার স্কেলে মিয়ানমারে কম্পনের মাত্রা ছিল ৭।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ওই কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও শক্তিশালী কম্পনে লোকজনের মাঝে আতঙ্ক দেখা গেছে। ওই অঞ্চলের পাটনা, লক্ষনৌ, গুয়াহাটি ও কলকাতাও কেঁপে উঠেছে।

ইউএসজিএসের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুই দফায় কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনদিন আগে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনে পাকিস্তানে অন্তত ৬ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়।



মন্তব্য চালু নেই