মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান : ইসরাফিল আলম এমপি

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবুন্ধর ডাকে সারা দিয়ে দেশ মাতৃকার মুক্তির জন্য যে সব সূর্য সন্তানেরা মুক্তিযুদ্ধ করে পরাধিনতার কবল থেকে দেশকে স্বাধীন করেছেন সেই বীরমুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা সার্বভৌম মানচিত্রের জন্য জীবন বাজি রেখে ঝাপিয়ে পরেছিলেন মুক্তিযোদ্ধারাই । বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে নানাবিদ কর্মসূচি হাতে নিয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান, চিকিৎসা সেবা, কোটা ভিত্তিক সরকারি চাকুরিতে নিয়োগ ও তাদের সন্তানদের লেখাপড়ার জন্য মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। এই সুযোগ-সুবিধা গুলো পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রকৌশলী’র আয়োজনে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের উপহার “বীর ভবন” বাসস্থান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে বীর ভবন বাসস্থান হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, উপজেলা প্রকৌশলী মো: শাইদুর রহমান মিঞা, বীরমুক্তিযোদ্ধা আকতারুজ্জামান রুঞ্জু, সহকারী কমান্ডার (সাংগঠনিক) মোঃ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার ভূমিহীন ও অসচ্ছল ৫ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে প্রতিটি ১০ লক্ষ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট ৫ টি নির্মিত বীর ভবন বাসস্থান গুলোর দলিলপত্র হস্তান্তর করা হয়।



মন্তব্য চালু নেই