মুক্তি পেলেন ফখরুল

প্রায় এক মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাত আটটার কিছু সময় আগে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

নাশকতার কয়েকটি মামলায় উচ্চ আদালতের জামিনের কাগজ মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেয়া হয়।

এর আগে বিকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, ‘আমরা জামিনের কাগজপত্র জজকোর্ট থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাচ্ছি। সেখান থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। আশা করছি, রাতের মধ্যে তিনি মুক্তি পাবেন।’

গত ২৪ নভেম্বর পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে তিন মাসের জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। পরে আপিল বিভাগও এই রায় বহাল রাখেন।

গত ৩ নভেম্বর আপিল বিভাগের নির্দেশে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে ফখরুলকে কারাগারে পাঠায়। এর আগেও কয়েক দফায় বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।



মন্তব্য চালু নেই