মুক্তি সভাপতি, পার্থকে সম্পাদক করে মাগুরায় জেলা বিডিসেফ কমিটি গঠন

মাগুরা প্রতিনিধিঃ মুফতি মাহমুদ মুক্তিকে সভাপতি ও পার্থ মজুমদারকে সাধারন সম্পাদক করে শুক্রবার বিকেলে বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম (বিডিসেফ) মাগুরা জেলা কমিটি গঠন করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার ৩৬টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের ৭০ জন উদ্যোক্তার অংশগ্রহনে পার্থ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বুনাগাতী ইউডিসির মোঃ মুফতি মাহমুদ খান মুক্তিকে সভাপতি ও রাজাপুর ইউডিসির পার্থ মজুমদারকে সাধারন সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাজরাপুর ইউডিসির মোঃ মহিদুল ইসলাম, দীঘা ইউডিসির মোঃ আকবর হোসেন, যুগ্ম-সম্পাদক বেরইল পলিতা ইউডিসির মোঃ মেজবাউল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক আড়পাড়া ইউডিসির সোহাগ হোসেন, অর্থ সম্পাদক নাকোল ইউডিসির লিমন মিয়া, দপ্তর সম্পাদক প্রচার প্রকাশনা ও আইসিটি সম্পাদক শালিখা ইউডিসির মোঃ সানজেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিক শত্রুজিৎপুর ইউডিসির জেসমিন, নির্বাহী সদস্যরা হলেন ইউডিসির মোঃ আকমল হোসেন, কুচিয়ামোড়া ইউডিসির জামিলা খাতুন ও সব্দালপুর ইউডিসির দীপা খাতুন।



মন্তব্য চালু নেই