মুন্সীগঞ্জে ২৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের তিনটি উপজেলার নবনির্বাচিত ২৩ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। এ সময় মুন্সীগঞ্জ সদরের আলোচিত ও জেলার সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত পঞ্চসার ইউপি নির্বাচনে কারাগারে বসে নির্বাচিত চেয়ারম্যান হাজী মো. গোলাম মোস্তফা, বেতকার বিদ্রোহী চেয়ারম্যান আলম সিকদার (বাচ্চু সিকদার), আউটশাহী ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান জহিরুল হক ঢালী লিটন, বজ্রযোগিনীতে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী, টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান মো. আখতার হোসেনসহ লৌহজংয়ের ১০, টঙ্গীবাড়ীর ১১ ও সদর উপজেলার ২ টিসহ মোট ২৩ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, এডিসি জেনারেল মো. হারুন-অর-রশিদ, জেলা নির্বাচন অফিসার ফয়সাল কাদের, লৌহজং উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা প্রমুখ।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ১টি ও টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের ২টি ভোট কেন্দ্র স্থগিত থাকায় এ দুইটি ইউপিতে চেয়ারম্যান নির্ধারিত না হওয়ায় তারা শপথ নিতে পারেননি। এদের মধ্যে রামপাল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. বাচ্চু শেখের বিজয় নিশ্চিত। এ ইউনিয়নের স্থগিত কাজী কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩৩৫২টি। আনারস প্রতীকের মো. বাচ্চু শেখ ৩২৯৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।



মন্তব্য চালু নেই