মুন্সীগঞ্জে ২ কোটি ১০ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল জব্দ

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে দু’টি নিষিদ্ধ কারেন্টজাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি ১০ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত কারেন্টৎালের অনুমানিকবাজার মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকাভ নারায়ণগঞ্জ র‌্যাব ১১-এর এএসপি শাহ মো. মশিউর রহমান পিপিএম, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাজাদা খসরু নেতৃতে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিুঙ্গবাজারে সততা ফিশিং নেট এবং আশা ফাইবার কারখানায় এ অভিযান চালান। এসময় নিষিদ্ধ আসামীদ্বয়ক কারেন্টজাল তৈরী, বুনন, মজুদ ও আয়েত্বে রাখার অপরাধের কারখানা দুইটির ম্যানেজার বরজাহান (৪০) ও মোঃ আলামিন (৩৫)-কে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত কারেন্টজাল মিরকাদিম লঞ্চঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নারায়ণগঞ্জ র‌্যাব ১১’র এএসপি শাহ মো. শিউর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। এতে বিপুল পরিমাণ কারেন্টজাল উদ্ধার করা হয়। নিষিদ্ধ এই কারেন্টজালের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে ।



মন্তব্য চালু নেই