মুফতি ইজাহারকে জিজ্ঞাসাবাদে স্পেশাল টিম গঠন

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ সদস্যের স্পেশাল টিম গঠন করা হয়েছে।

এ ছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহা. আব্দুল জলিল মণ্ডল এ স্পেশাল টিম গঠন করে দেন।

নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) কুসুম দেওয়ানকে প্রধান করে টিমের অন্য সদস্যরা হলেন- সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, ডিবির অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভির আরাফাত, সহকারী কমিশনার (ডিবি-বন্দর) এ বি এম ফয়জুল ইসলাম, সহকারী কমিশনার (ডিবি-উত্তর) মো. কামরুজ্জামান, পরিদর্শক জাহিদুল ইসলাম, আব্দুর রউফ, আতিক আহমেদ চৌধুরী ও উপ-পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

ডিসি (ডিবি) কুসুম দেওয়ান টিম গঠনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুক্রবার রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানোর সিদ্ধান্ত হয়েছে।’

শুক্রবার বিকেল ৩টায় নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে গ্রেনেড বিস্ফোরণ মামলাসহ তিন মামলার অভিযোগে মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ। এ ছাড়া ইসলামী ঐক্যজোটের নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি।



মন্তব্য চালু নেই