মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭

ভারতের মুম্বাই নগরীতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ২৮ জন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আন্ধ্রেরির চান্দিভালি এলাকার ২২তলা ভবনের ১৪তলায় আগুন ধরে যায় বলে এনডিটিভি জানিয়েছে।

মুম্বাই ফায়ার সার্ভিস বিভাগের প্রধান পিআরও পিএস রাহাঙ্গদালে জানিয়েছেন, ‘লেক হোম সোসাইটি’র ৩ নং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। এতে এক নারীসহ সাত জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ২৮ জন। এদের মধ্যে দমকল বিভাগের এক কর্মকর্তাও রয়েছেন। তবে তার অবস্থা তেমন গুরুতর নয়। এ ঘটনায় আহতদের হিরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তাদের চেষ্টার ফলে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার বিনায়েক দেশমুখ বলছেন, সম্ভবত শর্ট সার্কিট থেকে ভবনের ১৪০৩ নম্বর ফ্লাটটিতে আগুন লেগেছিল। এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই