মুরাদের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের বিরুদ্ধে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান দখলের অভিযোগ ওঠেছে। প্রতিষ্ঠানটির নাম ডিজনি ডিজাইন অ্যান্ড ডেভেলপার লিমিটেড। এর ব্যবস্থাপনার পরিচালক মোহা. শাহজাহান প্রতিষ্ঠানটি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপিও প্রাদন করেছেন।

লিখিত আবেদনে মোহা. শাহজাহান বলেছেন, ‘আওয়ামী লীগের নামধারী গুলিস্তানের দুর্ধর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসীদের গডফাদার শাহে আলম মুরাদের অত্যাচারে অতীষ্ট, জর্জরিত স্থানীয় ব্যবসায়ীরা।’

তিনি বলেন, ‘শাহে আলম মুরাদ অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরসহ পরিচালকদের বাদ দিয়ে নিজেই কোম্পানির এমডি হয়ে গেছেন। একইসঙ্গে কোম্পানির পরিচালকদের জমাকৃত শেয়ার বাতিল করে শেয়ারের টাকা আত্মসাৎ করেছেন।’

তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদনে বলেছেন, ‘ডিজনি ডিজাইন অ্যাড ডেভেলপার লিমিটেডের ডেসব পরিচালকের নাম বাদ দেয়া হয়েছে তারাই প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের মালিক। যাদের নাম নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে তারা বহিরাগত চাঁদাবাজ এবং ধান্দাবাজ।’

এ ব্যাপারে তিনি ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে এতটি মামলাও করেছেন। মামলা নম্বর: ৫/২০১৬।

অভিযোগের বিষয়ে জানতে শাহে আলম মুরাদকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



মন্তব্য চালু নেই