মুস্তাফিজকে নিয়ে তার বাবার ভয়!

মুস্তাফিজুর রহমান রয়েছেন ভারতে। আইপিএলের খেলা নিয়ে ব্যস্ত। তেতুলিয়াবাসী আগ্রহ ভরে মুস্তাফিজের খেলা দেখেন নিয়মিত। বিদেশে খেলতে গিয়ে আলো ছড়ানো এই পেসারকে নিয়ে গর্বিত তার গ্রামের মানুষ। মুস্তাফিজের পরিবারের সবাই ভক্তদের ভালোবাসায় সিক্ত। এমনটাই জানালেন তার বাবা মোহাম্মদ আবুল কাশেম।

এদিকে, মুস্তাফিজের মেয়েভক্তদের পক্ষ থেকে অজস্র চিঠি আসে তার পরিবারে! এতে বাংলাদেশের মাস্টারকে নিয়ে ভয় হচ্ছে তার বাবার! খেলা রেখে মুস্তাফিজের মনোযোগটা না অন্যদিকে সরে যায়। সেজন্যই নাকি পোস্ট অফিসে গিয়ে আবুল কাশেম বলে এসেছেন, মুস্তাফিজের নামে আসা চিঠি, পোস্টকার্ডগুলো যেন কোনোভাবেই বাড়িতে পৌঁছানো না হয়।

তরুণীদের আবদারে বিব্রত মুস্তাফিজের বাবা! বলেন, ‘আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি, তারা যেন আমাদের ঠিকানার কোনো চিঠি বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখন অনেক ছোট। খেলায় উন্নতির দিকেই তার মনযোগ রাখতে হবে।’

কিছুদিন আগেই বাবাকে একটি দামি গাড়ি কিনে দিয়েছেন মুস্তাফিজ। সেই গাড়িতে চড়ে বেশ আনন্দিত আবুল কাশেম। ছেলের প্রশংসায় তিনি বলেন, ‘মুস্তাফিজ বেশ তরুণ ও ভালো মানুষ।’



মন্তব্য চালু নেই