মুস্তাফিজকে ১.৪ কোটি রুপিতে কিনলো হায়দ্রাবাদ

বিশ্ব ক্রিকেটে তিনি নতুন সেনসেশন। কাটার বয়, কেউ বলেন কাটার মাস্টার। এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার মনে করা হয় তাকে। পাকিস্তান সুপার লিগের পর এবার আইপিএলেও দল পেলেন এ তরুণ ফাস্ট বোলার। আইপিএলের নবম আসরের জন্য আজ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে নিলামের প্রথম রাউন্ড। সেখানে এক কোটি ৪০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে কিনে নিয়েছে। তার বেস প্রাইস ছিল ৫০ লাখ রুপি।

সকালে নিলামে নাম ওঠে মুশফিকুর রহিমের। কিন্তু বাংলাদেশের এ উইকেট কিপার ব্যাটসম্যানের ব্যাপারে কোনো দলই আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীত থেকে গেছেন তিনি।

এবারের আইপিএলের নিলাম তালিকায় রয়েছেন সৌম্য সরকার, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় নিলামে ওঠেননি।

চলমান পাকিস্তান সুপার লিগ খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তাকে কিনে নিয়েছিল লাহোর ক্যালানডার। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়ায় শেষ পর্যন্ত পিএসএল খেলা হয়নি মুস্তাফিজের। তবে সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলে শুরু হতে যাওয়া নবম আইপিএলে দেখা যাবে সাতক্ষীরা এক্সপ্রেসকে।



মন্তব্য চালু নেই