মুস্তাফিজের অস্ত্রোপচার ১১ আগস্ট

শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচারের দিনক্ষণ। লন্ডনের ফর্টিয়েস হাসপাতালে আগামী বৃহস্পতিবার (১১ আগস্ট) তাঁর কাঁধের অস্ত্রোপচার হবে।

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মুস্তাফিজের বা কাঁধের চোট সারাতে গত সপ্তাহে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন টনি কোচার। কিন্তু বিসিবি চেয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে। এ জন্য ম্যানচেস্টারের লেনার্ডফাংক ও অস্ট্রেলিয়ার শল্যবিদ গ্রেগ হয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। আর এই কারণেই মুস্তাফিজের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করেন মুস্তাফিজ। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার ফর্টিয়েস হাসপাতালে ওয়ালেসের অধীনেই হবে মুস্তাফিজের অস্ত্রোপচার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর কমপক্ষে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন মুস্তাফিজ।



মন্তব্য চালু নেই