মুস্তাফিজের র‌্যাংকিং নিয়ে ভুল বার্তা দিলো আইসিসি

বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানের র‌্যাংকিং নিয়ে ভুল বার্তা দিলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

সদ্য প্রকাশিত আইসিসির বোলারদের র‌্যাংকিংয়ে মুস্তাফিজের র‌্যাংকিং উন্নত না হলেও সেটাকে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং হিসেবে প্রচার করেছে আইসিসি।

সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ১০ নাম্বারে চলে গেছেন মুস্তাফিজ। এর আগে গত ৬ জানুয়ারি প্রকাশিত র‌্যাংকিংয়ে ৯ নাম্বারে ছিলেন সাতক্ষীরার এ তরুণ বোলার। আইসিসির ওয়েবসাইট ঘেঁটে এ তথ্য বের করা হয়েছে।

কিন্তু আইসিসি তার এই ১০ নম্বর র‌্যাংকিংকে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং উল্লেখ করে বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এ নিয়ে তারা মুস্তাফিজের প্রতিক্রিয়াও নিয়েছে।

প্রতিক্রিয়ায় মুস্তাফিজও তার এই অবনমনের বিষয়ে না জেনেই মন্তব্য করেছেন। ১০ নাম্বারকেই তিনি তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং মনে করছেন। এ নিয়ে বেশ খুশিও হয়েছেন মুস্তাফিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি২০-তে বল হাতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। দুই ম্যাচে ৮ ওভার বল করে ৫১ রানে নেন ১ উইকেট।

মুস্তাফিজের বর্তমান রেটিং পয়েন্টে ৬৪৩। তাকে সরিয়ে ৯বম স্থান দখল করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারিন। নারিনের রেটিং ৬৫৩।



মন্তব্য চালু নেই