‘মুস্তাফিজের সঙ্গে কারোর তুলনা হয় না’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টি২০ ম্যাচে সহজ জয় পেয়ে চার ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে বাংলাদেশ দল। তাই শেষ দুটি টি২০ ম্যাচের দলে মুস্তাফিজুর রহমান এবং আল আমিনকে দেয়া হয়েছে বিশ্রাম। তাদের পরিবর্তে নেয়া হয়েছে অপর দুই পেসার মুক্তার আলী ও মোহাম্মাদ শহীদকে।

দ্বিতীয় টি২০ ম্যাচে ৩.৫ ওভার বোলিং করার পর কাঁধে চোট পাওয়ায় আর বল করেননি মুস্তাফিজ। তার পরিবর্তে শেষ দুটি টি২০ ম্যাচে অভিষেক হতে পারে গেল বিপিএলে চমক দেখানো আবু হায়দার রনির। তবে মুস্তাফিজের সঙ্গে বিশ্বের কোনো বোলারের তুলনা হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি২০তে অভিষেক হওয়ার পর থেকেই বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ। স্বাগতিক দলের এই বাঁহাতি কাটার মাস্টারের বলে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরা বোকা বনে গেছেন। তাই মুস্তাফিজের সঙ্গে দলে থাকা পেসারদের তুলনায় যেতে চান না বলে জানান মাশরাফি।

এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজের সঙ্গে বিশ্বের কোন বোলারের তুলনা হয়না। কারণ আমি সবসময় বলেছি ও আউট অব দ্যা ওয়ার্ল্ড। ওর সাথে কারো তুলনা করার সুযোগ নাই। তবে কিছু জায়গা তো থাকেই আরেকজন বোলারকে দেখা।’

তাই বলে আবু হায়দার রনির ওপর বাড়তি চাপ দিতে চান না মাশরাফি, ‘সে (রনি) কেমন করছে। আর মুস্তাফিজ যা করবে তা যদি আমি ওর কাছে চাই সেটা হবে রনির জন্য অনেক বড় চাপ। এটা আমি আশা করছি না। তবে সবাইকে তো সুযোগ দিতে হবে। সামনে আরও বড় টুর্নামেন্টগুলো আসছে, বেস্ট অপশনতো খুঁজে বের করতে হবে।’

এদিকে মুস্তাফিজের কাঁধে চোট পাওয়া প্রসঙ্গে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘তবে এই মুহূর্তে মুস্তাফিজেরও একটু লেগেছে কিনা জানিনা। তবে মুস্তাফিজ যেটা, ওর আসলে পুরানো সমস্যা ছিল সোল্ডার এবং এলবো দুইটা জায়গায়। আশা করি ওরটাও তেমন গুরুতর কিছু না। এজন্যই একটা বল বাকি থাকলেও ওকে দিয়ে রিক্স নেয়া হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট শুরু করা হবে। আশা করি ইনজুরি অত বড় কিছুনা, ঠিক হয়ে যাবে।’



মন্তব্য চালু নেই