মুস্তাফিজ গ্রেট বোলার : শিখর ধাওয়ান

এবার মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসালেন তার সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ শিখর ধাওয়ান। বাংলাদেশের তরুণ পেসারকে গ্রেট বোলার হিসেবে আখ্যায়িত করেছেন ভারতীয় এই ওপেনার ব্যাটসম্যান।

আইপিএলে রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হায়দরাবাদের ৮৫ রানের জয়ে দারুণ অবদান রাখেন মুস্তাফিজ। কাটার মাস্টার ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের প্রশংসায় ধাওয়ান বলেন, ‘অবশ্যই, মুস্তাফিজুর একজন গ্রেট বোলার। ওর দারুণ বোলিং-জ্ঞান আছে এবং সে ক্রিকেটটা ভালো বোঝে।’

ধাওয়ান আরো বলেন, ‘শুরুর দিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাব ফেলেছে সে এবং এটা অব্যাহত রেখেছে। আপনারা তার স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার ডেলিভারি দেখেন, সেগুলো দারুণ কোয়ালিটির। সে সব ধরনের ডেলিভারিই দিতে পারে। সে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। আমি মনে করি, সে আরো উন্নতির জন্য কাজ করবে।’

মুস্তাফিজ ইংরেজিতে কথা বলতে তেমন একটা সাবলীল না হলেও সতীর্থরা তাকে যা বলতে চান, সেটা তিনি বুঝতে পারেন বলেই জানালেন ধাওয়ান, ‘সে খুব বেশি কথা বলে না, আর যখন বলে সেটা শুধু বাংলায়। তবে আমরা ওকে যেটা বলতে চাই তার বেশির ভাগই সে বুঝতে পারে। যখন সে বুঝতে পারে না তখন রিকি (মুস্তাফিজের জন্য নিযুক্ত দোভাষী) আছে। রিকি ওকে বুঝিয়ে দেয়।’

আইপিএলে এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার দুই নম্বরে আছেন বাংলাদেশের তরুণ তুর্কি মুস্তাফিজ।

তথ্যসূত্র : স্পোর্টস্টার।



মন্তব্য চালু নেই