‘মুস্তাফিজ তো মানুষ নয়, ও জিন হয়ে গেছে!’

গত এক বছরের ধারাবাহিকতায় বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন মুস্তাফিজ। বিস্ময় জন্ম দেয়া এই বাঁহাতি পেসার জাতীয় দলের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজত্ব করে যাচ্ছেন। প্রতিনিয়ত ভাসছেন ক্রিকেট বোদ্ধাদের প্রশংসায়। কিন্তু বাংলাদেশি পেসার রুবেল হোসেনের চোখে মুস্তাফিজ হলেন ‘ভিনগ্রহের’ বোলার।

দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ‘কালের কন্ঠে’ দেয়া সাক্ষাৎকারে রুবেল বলেন, ‘মুস্তাফিজ তো মানুষ নয়, ও জিন হয়ে গেছে!’ মুস্তাফিজের পাশাপাশি রুবেল নিজেও বাংলাদেশ দলকে সহায়তা করতে চান। সকল পেস বোলাররা তাদের কাজটা ঠিকঠাক মত করতে পারলে বাংলাদেশ দলও অনেক শক্তিশালী হবে বলে মন্তব্য করেন রুবেল।

‘মুস্তাফিজের কাটার আমাকে দিয়ে হবে না। আমার সাইড আর্ম অ্যাকশনে ওটা করা কঠিনও। তাই নিজের সেরা অস্ত্রগুলোরই ধার বাড়ানোর চেষ্টা করছি। এই যেমন ইয়র্কার, বাউন্সার এবং গুড লেন্থে জোরে হিট করা। মুস্তাফিজ আইপিএলে গিয়েও প্রমাণ করেছে, ও-ই এখন বিশ্বের সেরা ডেথ বোলার। ডেথ ওভারে আমরা অন্যরাও ওকে সহায়তা করতে পারলে বাংলাদেশ দলকে আরো শক্তিশালী দেখাবে।’

দীর্ঘদিন ইনজুরির কারণে ক্রিকেট থেকে বাইরে ছিলেন রুবেল। প্রাইম ব্যাংকের হয়ে ৭ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন ডান হাতি এই পেস বোলার। নিজের বোলিং নিয়েও সন্তুষ্টির কথা জানান রুবেল। ‘ইনজুরি থেকে ফেরার পর প্রথম কিছুদিন খুব ভয় ভয় লাগত। কিন্তু এখন ছন্দটা ধরে ফেলছি। প্রথম ম্যাচেই কেবল ১০ ওভারে ৬৮ রান দিয়েছিলাম। ওটা বাদ দিলে বোলিং কিন্তু ভালো হচ্ছে আমার। যদিও উইকেট সেভাবে পাচ্ছি না। নিজের বোলিং নিয়ে আমি তাই অসন্তুষ্ট নই। ম্যাচ খেলতে খেলতেই ছন্দটা আরো বেশি ধরে ফেলব।’



মন্তব্য চালু নেই