মৃত্যুদণ্ড আছে, থাকবে : আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধসহ প্রচলিত ফৌজদারি আইনে যেসব অপরাধের সর্বোচ্চ সাজা ‘মৃত্যুদণ্ড’ আছে, তা বহাল থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সুইডিশ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেহেতু আইনে সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে সেহেতু মানবতাবিরোধী অপরাধসহ যেসব অপরাধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে, তা আছে এবং থাকবে।

বৈঠকে সুইডিশ প্রতিনিধিরা মৃত্যুদণ্ডের সাজার বিধান বাতিল ও যুদ্ধাপরাধীদের বিচার সারা বিশ্বের কাছে যেন ‘গ্রহণযোগ্য’ হয়, সেভাবে বিচারের দাবি জানিয়েছেন বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই