মৃত্যুর জন্য পল নিজেই দায়ী ছিলেন!

২০১৩ সালের নভেম্বরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত তারকা পল ওয়াকার এবং তার বন্ধু রজার রোডাস গাড়ি দুর্ঘটনায় নিহত হন। সেই গাড়িটি চালাচ্ছিলেন পলের বন্ধু রোডাস।

পল ওয়াকারের মৃত্যুর কয়েক বছর পর দুই মাস আগে গত সেপ্টেম্বরে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান পোরসের বিরুদ্ধে মামলা করেন তার মেয়ে মেডো। কিন্তু সম্প্রতি পোরসে জানিয়েছে, মৃত্যুর জন্য তারা নন বরং পল ওয়াকার নিজেই দায়ী ছিলেন।

গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িটির চালানোর ব্যাপারে সব ঝুঁকি জেনে সেচ্ছ্বায় রাজি হয়েছিলেন পল। তারা জানান, ‘২০০৫ কারেরা জিটি’ ব্যবহার সম্পর্কে সকল বিপদ এবং ঝুঁকি সম্পর্কে অবগত ছিলেন তিনি। এবং সব কিছু জেনেই তিনি রাজি হয়েছিলেন।

গত সেপ্টেম্বরে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান পোরসের বিরুদ্ধে মামলায় করা হয়। মামলায় বলা হয়, দুর্ঘটনার পর ত্রুটিপূর্ণ রাবারের জ্বালানি লাইনের কারণে গাড়িতে আগুন লেগেছিল। এবং যদি গাড়ির সিট বেল্টে কোনো ত্রুটি না থাকত, তাহলে পল খুব সহজেই আগুন লাগার আগেই গাড়ি থেকে বের হতে পারতেন।



মন্তব্য চালু নেই