মেডিকেলে ভর্তিযুদ্ধ শেষ, ফল প্রকাশ শিগগির

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। সকাল ১০টায় ঢাকাসহ দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা ১১টায়। এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের পরীক্ষা দেন ভর্তিচ্ছুরা।

পরীক্ষার পর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখের কথা না বললেও দ্রুততম সময়ের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এবছর এমবিবিএসের জন্য সরকারি কলেজে আসন সংখ্যা ৩,২১২ এবং বেসরকারি কলেজে ৬,২০৫। পরীক্ষার্থী সংখ্যা ৯০ হাজার ৪২৬ জন।

এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির জন্য ১৪৩ সদস্যের সমন্বয়ে পৃথক তিন তদারকি টিম গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা ১৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৩৭টি ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির দায়িত্বে থাকেন।



মন্তব্য চালু নেই