মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৬-১৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার বিকালে স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

http://result.dghs.gov.bd/ এই ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাচ্ছে।

গত শুক্রবার ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৯ হাজার ৪১৭টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯০ হাজার ৪২৬ জন।

এর মধ্যে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২টি। আর বেসরকারি কলেজে আসনসংখ্যা ৬ হাজার ২০৫টি।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৬ হাজারেরও বেশি পরীক্ষার্থী ফেল করেছে। এ বিপুল সংখ্যক পরীক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির জন্য বেঁধে দেয়া ৪০ নম্বরও পায়নি।



মন্তব্য চালু নেই