‘মেসিকে নিয়ে আগে পরিকল্পনা করা যায় না’

প্রতিপক্ষ শিবিরে আতঙ্কের নাম লিওনেল মেসি। তাকে আটকানোর জন্য কত ফন্দিই না আঁটেন প্রতিপক্ষ দলের কোচ। কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজেকে মেলে ধরতে পারেন বার্সেলোনা সুপারস্টার। আদায় করে নিতে পারেন গোল। তাই মেসিকে নিয়ে আগেভাগে কোনো পরিকল্পনা করা যায় না, এমনটাই জানিয়েছেন বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন।

জার্মান এই গোলরক্ষক বললেন, ‘মেসি বিপজ্জনক ফুটবলার। তার মতো ফুটবলার আর কেউ নেই। মেসি যা করে, অন্যরা তা করতে পারে না। যে কোনো গোলরক্ষকের বিপক্ষে মেসি বড়ই আতঙ্কের কারণ। চাইলে যে কোনো পজিশন থেকে শট নিতে পারে।’

বিশ্বসেরা সেই মেসির দল বার্সায় খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন টার স্টেগেন। গর্বিত এই তারকা গোলরক্ষক বলেন, ‘আমি নিজেকে ধন্য মনে করি এই ভেবে যে মেসির দলে আমি খেলতে পারছি। সে (মেসি) আসাধারণ ফুটবলার।’

এদিকে বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেনের দিকে চোখ পড়েছে ইংলিশ দুটি দল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ বছর বয়সী এই তারকাকে দলে ভেড়ানোর জন্য ইতোমধ্যে উঠেপড়ে লেগেছে তারা।



মন্তব্য চালু নেই