মেসিকে ফেরানো জরুরি : ভালদানো

জেরার্ডো মার্টিনোর জায়গায় আর্জেন্টিনার নতুন কোচের দায়িত্ব নিতে চলেছেন এডগার্ডো বাউজা। ঠিক কবে থেকে তিনি দায়িত্ব নিচ্ছেন এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে, নয়া কোচ নিয়োগ নিয়ে আলোচনার মাঝেই লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রসঙ্গ এখনও আর্জেন্টিনীয় ফুটবলে চর্চার বিষয়। ফিরে এসো মেসি, এই আহ্বান এখনও ফুটবল অনুরাগীদের মুখে মুখে ফেরে। এবার নতুন করে সেই বার্তাই শোনা গেল জোর্গে ভালদানোর মুখে। প্রায় তিন দশক আগে ১৯৮৬-‌র বিশ্বকাপে দিয়েগো মারাদোনার দলের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে ফুটবল দুনিয়ার নজর কেড়ে নিয়েছিলেন ভালদানো। এমনকী, ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে গোলও ছিল তাঁর। মঙ্গলবার সেই ভালদানোই ফের জাতীয় দলের জার্সিতে ‘‌এল এম টেন’‌-‌কে ফিরিয়ে আনার ডাক দিয়ে রাখলেন। নতুন কোচ বাউজাকে তাঁর খোলা বার্তা, ‘‌যত তাড়াতাড়ি সম্ভব মেসিকে ফিরিয়ে আনা উচিত।’‌

ভালদানো এখন ৬০। নিজেও বুঝছেন, পাঁচবারের ব্যালন ডি’‌ওর জয়ীর ওপর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ কী ভীষণই থাকে। সেজন্যই বলছেন, ‘‌যথার্থ নেতা। ওর মতো ফুটবলারের প্রভাব দলের ওপর একটু বেশিই পড়ে। মেসি বল পায়ে দিলেই দলকে জেতাতে হবে এমন একটা প্রত্যাশা সকলের মনেই তৈরি হয়। তারওপর ও জিনিয়াস। দুনিয়ার সেরা ফুটবলার। আর্জেন্টিনার ফুটবলের এখন যা পরিস্থিতি তাতে মেসির অবসর আরও বেশি সমস্যার জন্ম দেবে। তাই মেসিকে যে করেই হোক ফিরিয়ে আনাটা জরুরি।’‌



মন্তব্য চালু নেই