মেসির দাড়ি রাখা নিয়ে প্রশ্ন আর প্রশ্ন, কি বললেন তিনি?

হঠাৎ আর্জেন্টিনার ফুটবল তারকা মেসির দাড়ি রাখা নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। ২০১৮ পর্যন্ত দাড়ি রাখবেন মেসি! টুপিও কি মাথায় দিবেন? তবে এর কারণ কি? এ বিষয়ে মেসি নিজের মুখেও বলেছেন অনেক কথা।

মেসির দাড়ি রাখা নিয়ে মজায় মেতেছে ফুটবল বিশ্ব। ক্রীড়া বিশেষজ্ঞ ওটামেন্ডি বলেছেন, দাড়ি ওয়ালা মেসি খেলার মাঠে বেশি ভয়ঙ্কর। মেসি হয়তো নিজেই টের পেয়েছেন এমন কিছু।

তা না হলে কেন তার এমন দাড়ি রাখার সিদ্ধান্ত। মেসিকে এমনভাবে দাড়ি রাখতে দেখা যায়নি কখনো। মেসি এর আগে বলেছেন, শিরোপার ক্ষুদায় দাড়ি রেখেছেন তিনি। দুর্ভাগ্যবশত এবারও যদি কোপায় শিরোপা বঞ্চিত থাকে মেসিরা তবে কি হবে? ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ। এই আসরের জন্য শপথবদ্ধ হবেন মেসি। গত দুটি আসরে ফাইনালে হেরে গেছে আর্জেন্টিনা।

দাড়ি রাখার পেছনে এই কষ্ট কাজ করেছে মেসির। দাড়ি শরীরকে আরও শক্তিশালী ও চাঙ্গা রাখে বলে ব্যাখ্যা করেন বিজ্ঞানীরা। লিওনেল মেসি ফুটবল লড়াইয়ে নিজেকে ধারালো রাখতে এই নীতিকেই হয়তো ফালো করে যাচ্ছেন।

আর একটি কথা কাকতালীয় হলেও সত্য যে, মেসি দেশের হয়ে এবার যতটা ভয়ঙ্কর এর আগে এমন মেসিকে খুব কমই দেখা গেছে।



মন্তব্য চালু নেই