মেসির বার্সা ছাড়ার গুঞ্জনে বিরক্ত বার্তোমেউ

বার্সেলোনার হয়ে নিয়মিত পারফর্ম করতে থাকলেই যেন লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জনটা বন্ধ থাকে।

সম্প্রতি লিগামেন্টের চোটের কারণে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফুটবলের সবুজ মাঠ থেকে তার নির্বাসিত এই সময়েই গনমাধ্যমে গুঞ্জন উঠেছে ক্লাব বার্সেলোনা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিবেন মেসি।

তবে দলের সবচেয়ে বড় তারকার এমন গুঞ্জনে বেশ বিরক্ত কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ।

গনমাধ্যমের সাম্প্রতিক খবরকে বিব্রতকর দাবি করে বার্তোমেউ বলেন, ‘মেসি বর্তমানে নিজেকে সুস্থ করার পক্রিয়া চালাচ্ছেন। আর যারা বলে মেসি বার্সেলোনা ত্যাগ করছেন তাদের চুপ থাকা উচিত। মেসি রিয়াল-বার্সার ম্যাচের জন্য নিজেকে তৈরি করছে। তার ইনজুরিটা গুরুতর। তবে সে এল ক্ল্যাসিকোতে খেলার ব্যাপারে আশাবাদী।’

বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করার কথা বহুবার বলেছেন লিওনেল মেসি। সাম্প্রতিক গুঞ্জনে সেটা আবারও উল্লেখ করে বার্তোমেউ বলেন, ‘লিও ও তার বাবা জানিয়েছে বার্সা ছাড়া অন্য কোন ক্লাবে খেলার ব্যাপারে ২৮ বছর বয়সি তারকা চিন্তাও করে না। তাদের পরিবারের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে।’



মন্তব্য চালু নেই