‘মেসি তুমি যেও না’

বার্সেলোনার ক্লাব ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, এটা তার যে কোন শত্রুও স্বীকার করতে বাধ্য। পরিবর্তিত পরিস্থিতি হোক কিংবা ক্লাব রাজনীতির বলি হয়েই হোক, মেসি উপলব্ধি করছেন, বার্সায় তার প্রয়োজন সম্ভবত ফুরিয়ে গেছে, এ কারণেই তিনি বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তবে সতীর্থরা মানতে পারছেন না বিষয়টা। মেসিকে নিয়ে আকুতিই ঝরে পড়েছে তাদের কাছ থেকে। কেউ কেউ এমনও বলছেন, ‘মেসি তুমি আমাদের ছেড়ে যেও না।’

ইভান র‌্যাকিটিক। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বার্সায় যোগ দিয়েছেন চলতি মৌসুমের শুরুতেই। মাত্রই তো কয়েকমাস হলো ন্যু ক্যাম্পে এসেছেন তিনি। এরই মধ্যে মেসির ভক্ত হয়ে গেছেন সেভিয়ার সাবেক এই মিডফিল্ডার। মঙ্গলবার হঠাৎ করেই যখন শুনলেন, বার্সেলোনায় আর থাকছেন না সম্ভবত মেসি, তখন তার মাথায় যেন বাজ পড়েছে। নিজেই মুখ খুলে বলেছেন, ‘আমি চাই মেসি ন্যু ক্যাম্পেই থাকুক। সে বার্সেলোনা ছেড়ে যেতে পারে, এটা আমার কোনভাবেই বিশ্বাস হয় না। আমি বলব, মেসি তুমি যেও না।’

একই সঙ্গে মুন্ডো দেপোর্তিভোকে র‌্যাকিটিক বলেছেন, ‘মেসি হচ্ছেন বিশ্বসেরা। শুধু তাই নয়, তিনি বার্সেলোনারও সর্বকালের সেরা একজন ফুটবলার।’ শুধু থাকতে বলার মধ্যেই সীমাবদ্ধ নন র‌্যাকিটিক। তিনি মেসিকে বোঝানোরও চেষ্টা করবেন, ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার জন্য।

মেসি সম্পর্কে স্প্যানিশ দৈনিকটিকে ক্রোয়েশিয়ান এই ফুটবলার বলেন, ‘মেসি হচ্ছেন সর্বকালের বিশ্বসেরা। তার মত ফুটবলার আর হয় না। এমনকি তার মত আর কাউকে দেখিওনি। যদিও দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত তারই। তবুও অন্য সতীর্থদের মত আমিও এটা বলতে চাই যে, মেসি তুমি যেও না। এই ক্লাবেই থেকে যাও। আমি চাই তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে। এমনকি আমি যদি চাঁদে গিয়েও খেলি, তখনও চাইব মেসির সঙ্গে যেন খেলতে পারি।’

মেসির খোলাখুলি বক্তব্যের পরও আশার আলো দেখছেন র‌্যাকিটিক। তিনি বলেন, ‘আমি জানি, মেসির সঙ্গে আরও বেশ কয়েকবছর বার্সেলোনার চুক্তি বাকি রয়েছে। অন্ততঃ আমি চাইব সে তার নিজের সেই চুক্তিটি পূর্ণ করুক! এবং এখানে থেকে যান দীর্ঘ সময়ের জন্য।’

র‌্যাকিটিক বলছেন এটা শুধু তারই বক্তব্য নয়, পুরো ক্যাম্প ন্যু বাসীর বক্তব্য। মুন্ডো দেপোর্তিভোকে তিনি বলেন, ‘আমি শুধু নিজের পক্ষ থেকেই বলছি না। ক্যাম্প ন্যুর সবার পক্ষ থেকে, এমনকি যারা দীর্ঘ সময় থেকে তার সঙ্গে খেলছে, তাকে কাছে থেকে দেখেছে, জানে-বুঝে সবার পক্ষ থেকেই এ কথা বলছি।’

মেসির জন্য যে কোন প্রতিকুলতার সঙ্গেও লড়াই করতে রাজি ক্রোয়েশিয়ার এই ইন্টারন্যাশনাল। তিনি বলেন, ‘যে কোন প্রতিকুল পরিস্থিতি হলেও মেসির জন্য আমরা সবাই লড়াই করতে রাজি আছি। আমাদের সবারই চিন্তা এক। আমরা সবাই’ই চাই অনেকগুলো শিরোপা জিততে এবং সঙ্গে মেসিকেও। শিরোপা জিততে হলে যে মেসিকে আমাদের সঙ্গে লাগবেই!’



মন্তব্য চালু নেই