মেসি না রোনালদো : কার মাথায় স্পেনের রাজমুকুট

মেসি না রোনালদো, স্প্যানিশ লা লিগার ট্রফির ওপরে কার হাত উঠবে, তা ঠিক হবে আজই। কারণ, এটা যে স্প্যানিশ লা লিগার শেষ সপ্তাহ! নিজেদের শেষ ম্যাচে আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি দেপোর্তিভো লা করুনার। আর বার্সেলোনা মুখোমুখি গ্রানাডার। দুটি ম্যাচই অ্যাওয়ে এবং দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে স্পেনের দুটি ক্লাব বুঝিয়ে দিয়েছে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজধানী এখন মাদ্রিদ এবং আজই জানা যাবে, স্পেন ফুটবলের রাজধানী কোন শহর। বার্সেলোনা নাকি মাদ্রিদ? লা লিগায় নিজেদের শেষ দিনে, আজ বার্সেলোনা নামছে গ্রানাডার বিরুদ্ধে৷ রিয়াল মাদ্রিদ নামছে দেপোর্তিভো লা করুণার বিরুদ্ধে৷

অঙ্ক খুব সোজা, জিতলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাতে রিয়াল জিতলেও কোন লাভ হবে না। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অঙ্ক- বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হবে এবং রিয়ালকে জিততে হবে৷ আগামীকাল একইরকম লড়াই ইংলিশ প্রিমিয়ার লিগে, দুই ম্যানচেস্টারের৷ চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ার জন্য সিটিকে হারলে চলবে না৷ ইউনাইটেডকে টিকিট পেতে হলে তাদের জিততে হবে, সিটিকে হারতে হবে৷

লা লিগায় বার্সা ও রিয়ালের দুই প্রতিপক্ষই রেলিগেশন বাঁচিয়ে ফেলেছে৷ তাই তারা মরিয়া হবে, এমন মানে নেই৷ এ জন্যই মেসিদের সুবিধা৷ এমনকি দুই প্রতিপক্ষই এমন কোনও ভালো জায়গায় নেই যে তাদের জন্য কিছু পাওয়ার আছে এই ম্যাচ দুটিতে৷

তারা রয়েছে নীচের দিকে৷ টেবিলে ১৩ নম্বরে থাকা দেপোর্তিভো শেষ ৬ ম্যাচে জিতেছে ১টি, হার ৩টি এবং ড্র ২টি। অন্যদিকে ১৬ নম্বরে থাকা গ্রানাডার সাম্প্রতিক ফল একটু ভালো। শেষ ৬ ম্যাচে জয় ৩টি, হার ২টি, ড্র ১টিতে। শেষ চার ম্যাচে গ্রানাডা তিনটি জিতেছে৷

গ্রানাডার এমন পারফরম্যান্স দেখেই হয়তো জিনেদিন জিদান হুঙ্কার দিয়ে রেখেছেন, ‘আমাদের শুরুতেই চাপ দেওয়ার জন্য গোল দিয়ে রাখতে হবে৷’ স্পষ্ট ব্যাপার হল, বার্সেলোনাকে নিজের খেলার দিকে নজর রাখলেই চলবে৷ রিয়ালকে নিজের খেলার পাশে বার্সেলোনার খেলার দিকেও নজর রাখতে হবে৷ স্পেনের মনস্তাত্বিকরা বলছেন, ব্যাপারটা একেবারে মানসিক যুদ্ধে চলে গিয়েছে৷

মেসিদের প্রতিপক্ষ দলে থাকবেন সের্জি গার্দিওলা৷ সবচেয়ে কম সময় তিনি ছিলেন বার্সেলোনায়৷ কয়েক ঘন্টার জন্য৷ বার্সেলোনায় সই করার কিছুক্ষণ পরে দেখা যায়, তিনি অতীতে কাতালুনিয়ার বিরুদ্ধে বিস্ফোরক টুইট করেছেন৷ তাই তাকে ছাঁটাই করা হয়৷

এই ম্যাচে তিনি সুযোগ পাবেন মেসিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার৷ গ্রানাডার কিপার ইবান কেলেবা ক’দিন আগে হইচই ফেলে দেন এই বলে যে, ‘আমরা বার্সেলোনাকে আটকালে মাদ্রিদ আমাদের বোনাস দেবে বলেছে৷’ পরে তিনি অন্য কথা বলেন৷ তবে হইচই চলছেই ব্যাপারটা নিয়ে৷

একদিন আগে লুইস সুয়ারেজকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বোনাস নয়, গর্বই হল সবচেয়ে বড় মোটিভেশন৷’ নিজেরা চ্যাম্পিয়ন হবেন বলে চূড়ান্ত আশাবাদী সুয়ারেজ বলেন, ‘আমাদের হাতেই তো সব৷ আমরাই ঠিক করব, কারা চ্যাম্পিয়ন৷ আর সেটা আমরাই হব৷’ একটা সময় বিশ্রী খেলে রোনালদোর দল প্রায় ছিটকেই গিয়েছিল লিগ থেকে৷ বার্সেলোনা শেষ দিকে খারাপ খেলায় এখন পয়েন্টের ফারাক দাঁড়িয়েছে মাত্র ১৷

বার্সেলোনার ৮৮, রিয়ালের ৮৭৷ শেষ ৬ ম্যাচে বার্সেলোনা ২ টি হেরেছে, শেষ চারটি জিতেছে৷ রিয়াল আবার শেষ ৬ ম্যাচই জিতেছে৷ এর মধ্যে শুক্রবার আর একটি যুদ্ধে রোনালদোরা মেসিদের হারালেন৷ স্পেনের দৈনিক মার্কার ১২ লক্ষ ফুটবল ভক্তের ভোটে লা লিগার সেরা ফুটবলার ও সেরা আক্রমণাত্মক ফুটবলার হলেন রোনালদো৷ মেসি, সুয়ারেসকে হারিয়ে৷

সেরা কোচ হলেন অ্যাটলেটিকোর দিয়েগো সিমিওনে৷ ১৯১ টি দেশের পাঠকরা ভোট দিলেন ফেসবুকে৷ সেরা কিপার হলেন রিয়ালের কেইলর নাভাস৷ সেরা ডিফেন্ডার রিয়ালের মার্সেলো৷ সেরা মিডফিল্ডার লুকা মডরিচ৷ সেরা গোলের পুরস্কার পেলেন হামেস রদরিগেজ৷



মন্তব্য চালু নেই