মেসি সেরা না রোনালদো সেরা, এই কথাটি বন্ধ করার আহবান

লিওনেল মেসির সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তাই ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা আছে থিয়াগো আলকান্তারার।

সাবেক সতীর্থকে অনেকবার প্রশংসার বানে ভাসিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। মেসিকে ‘বিশ্বসেরা খেলোয়াড়’-এর আসনে বসানোর বিপরীতে তাকে শুনতে হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদো বিষয়ে প্রশ্নও।

দীর্ঘ দিন ধরে এই দুই খেলোয়াড়ের তুলনা করতে করতে বিরক্ত হয়ে গেছেন থিয়াগো। তার মতে তুলনার এই বিষয়টি ফুটবলের জন্য ভালো তো নয়-ই, উল্টো ক্ষতিকর।

মেসি-রোনালদোর তুলনা নতুন কোনও খবর নয়। কেউ মেসিকে সেরা মানেন, কেউ আবার রোনালদোকে রাখেন এগিয়ে। তুলনায় এই কথাটি এখন বন্ধ করার আহবান থিয়াগোর, ফুটবল ইতিহাসে লিও (মেসি) সেরা খেলোয়াড়েদের একজন।

তবে আমি ক্লান্ত হয়ে পড়েছি মেসি ও ক্রিস্তিয়ানোর তুলনা করতে করতে। এটা ফুটবলের জন্য মোটেও ভালো কোনও বিষয় নয়।’ কারণ তার কাছে ‘রোনালদোরও অসাধারণ খেলোয়াড়।’ এপি



মন্তব্য চালু নেই